facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

সাফজয়ী আঁখির জীবনের নতুন অধ্যায়: ভক্তকে করছেন জীবনসঙ্গী!


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:২৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সাফজয়ী আঁখির জীবনের নতুন অধ্যায়: ভক্তকে করছেন জীবনসঙ্গী!

সাম্প্রতিক সময়ে সাফজয়ী নারী ফুটবল দল নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে একজোট হয়েছেন দলের ১৮ জন খেলোয়াড়। তবে এই টানাপোড়েনের মধ্যেই এল এক চমৎকার সুখবর! জাতীয় নারী দলের অন্যতম ডিফেন্ডার আঁখি খাতুন ঘোষণা দিয়েছেন, তিনি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন—ভক্ত মো. শরিফুল ইসলাম টিংকুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।

সিরাজগঞ্জের এই প্রতিভাবান ফুটবলার আগামী ৭ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন। টিংকু, যিনি একজন ক্রীড়াপ্রেমী এবং আঁখির খেলার বড় ভক্ত, একসময় বিকেএসপির শিক্ষার্থী ছিলেন ঠিক আঁখির মতোই। যদিও তখন তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না, পরবর্তীতে আঁখির ফুটবল দক্ষতায় মুগ্ধ হয়ে তার প্রতি আগ্রহী হয়ে ওঠেন টিংকু। চীনে টেনিস কোচ হিসেবে কাজ করলেও, ২০২২ সালে দেশে ফিরে এসেছিলেন শুধুমাত্র আঁখির খেলা কাছ থেকে উপভোগ করার জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের মাঝে আগে থেকেই সীমিত আলাপ ছিল, তবে মাঠে সামনাসামনি দেখা হওয়ার পর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। অবশেষে সেই সম্পর্ক পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে! আগামী ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আঁখির নিজ গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর টিংকুর বাড়ি রাজশাহীর রাজাপাড়ায়। ফুটবল জগতের অনেককেই আমন্ত্রণ জানিয়েছেন আঁখি, যাদের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধন রয়েছে।

ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই আঁখি চীনে পাড়ি জমিয়েছিলেন, তবে দেশের ফুটবলকে কখনোই ভুলে যাননি। বিয়ের পরও তিনি খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আঁখি বলেন, ‘আমি ফুটবল ছাড়ছি না। বিয়ের পরও খেলা চালিয়ে যাবো এবং আবার চীনে ফিরে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের নারী ফুটবলের এই উদ্যমী ডিফেন্ডারের নতুন জীবনের জন্য রইলো অসংখ্য শুভকামনা!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: