facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র ‘আটক’


১৭ আগস্ট ২০২৪ শনিবার, ১০:০৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র ‘আটক’

আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে রমেশকে তারা হেফাজতে নিয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল।

রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য৷ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী অঞ্জলী সেন।

তিনি বলেন, ‘রাত ১০টার দিকে সাদা পোশাকধারী একদল লোক বাড়িতে আসে। তাদের সঙ্গে রুহিয়া থানার ওসিও ছিল। তারা বলে আমার স্বামীর ভালোর জন্য তারা তাকে নিয়ে যাবে এবং আধা ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে। তাদের অনেক অনুরোধ করি আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে যায়েন না। তারা আমার কথা শোনেনি এবং আমার স্বামীকে গাড়িতে করে নিয়ে যায়। কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কিছু বলেনি।’

রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যতদুর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ