০৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ০২:৪১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আরো তিন মাস বাড়তি সময় পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছে কোম্পানিটি। এর আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য বিএসইসির কাছ থেকে প্রথম দফায় সময় পেয়েছিল কোম্পানিটি।
গতকাল বৃহস্পতিবার বাড়তি সময় পাওয়ার বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে প্রকাশ করেছে সামিট পাওয়ার। এতে বলা হয়েছে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিএসইসি। কোম্পানিটি আশা করছে, বাড়তি এ সময়ের মধ্যে তারা অসমাপ্ত কাজ সম্পন্ন করে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবে।
গত বছরের অক্টোবরে সামিট পাওয়ার জানিয়েছিল, তারা বিএসইসির কাছ থেকে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে। এর কারণ হিসেবে তখন কোম্পানিটি জানায়, বিল জমা দেয়ার তারিখ ও বিল পরিশোধের তারিখের মধ্যে বিনিময় হারে ওঠানামার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে লোকসান হয় সেটির ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে সামিট পাওয়ার বিপিডিবির কাছে সম্পূরক বিল জমা দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পেতে বাকি আছে এবং আনুষঙ্গিক প্রক্রিয়ার কারণে এটি খুব দ্রুত অনুমোদন হবে বলে মনে করছে না কোম্পানিটি। এ পরিস্থিতিতে কোম্পানিটির পক্ষে বার্ষিক আর্থিক বিবরণী চূড়ান্ত করা কঠিন। এ জন্য কমিশনের কাছে বাড়তি সময় চেয়েছিল কোম্পানিটি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।