১০ মার্চ ২০২৫ সোমবার, ১১:৩৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ঢাকা মহানগর দায়রা জজ আদালত সোমবার (১০ মার্চ, ২০২৫) সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ এবং বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। এই আদেশটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে গৃহীত হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সুষ্ঠু তদন্তের স্বার্থে এ আবেদন করেন এবং আদালত সেটি মঞ্জুর করেন। সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
তদন্তের সময় দেখা যায়, সালমান এফ রহমান, তার পরিবার ও ঘনিষ্ঠদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল। ফলে, তদন্তের স্বার্থে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান এবং তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছিল। এসব হিসাবে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা ছিল।
গত বছরের ১৩ আগস্ট, নৌপথে দেশত্যাগের চেষ্টা করার সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা রয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকে থাকা আরও দুটি হিসাবে ৬,৫৭৫ ডলারও অবরুদ্ধ করা হয়েছে, যেগুলো দুর্নীতির অভিযোগের তদন্তাধীন।
দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালতে এসব সম্পদ অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক রাশেদুল ইসলাম।
অর্থনৈতিক কেলেঙ্কারির একের পর এক তদন্ত ও সম্পদ জব্দের ঘটনায় দেশে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।