২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১২:৪৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সাবেক চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধানী নথি অনুযায়ী, নজিবুর রহমানের বিরুদ্ধে রয়েছে:
এছাড়াও অভিযোগ রয়েছে, এনবিআর চেয়ারম্যান থাকাকালীন তিনি কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের কমিশনারদের প্রতি মাসে ৫০ লাখ টাকা করে দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করেন। তিনি নিজের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ ও লাভজনক দপ্তরে নিয়োগ দিয়ে প্রভাব বিস্তার করতেন।
নজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কিছু ব্যবসায়ী গ্রুপকে উচ্চ শুল্ক অব্যাহতির সুযোগ দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। পরবর্তীতে এসব পণ্য অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, যার ফলে সরকার শত কোটি টাকার রাজস্ব হারায়।
আরেকটি অভিযোগ অনুযায়ী, তার স্ত্রীর আয়কর ফাইলে ৬০ কোটি টাকা ট্রান্সফার করা হয়। সংশ্লিষ্ট আয়কর কর্মকর্তাকে পরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় এনবিআর বর্তমানে পৃথক তদন্ত করছে।
সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নজিবুর রহমান তার দুই ছেলে ফারাবি এন এ রহমান ও ফুয়াদ এন এ রহমানের নামে বেস্ট হোল্ডিংয়ের ১০ লাখ প্লেসমেন্ট শেয়ার গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে শেয়ার গ্রহণের বিনিময়ে কোম্পানিটিকে বাজারে তালিকাভুক্তিতে সহায়তা করেন তিনি।
গত ৬ অক্টোবর আত্মগোপনে থাকা নজিবুর রহমান স্থানীয় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন। এর আগে বিএনপি অফিসে পুলিশের অভিযানে গুলিতে দলের কর্মী মকবুল নিহত হওয়ার ঘটনায় তাকেও আসামি করা হয়।
দুদক বলছে, এসব অভিযোগের যথাযথ প্রমাণ সংগ্রহ ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।