facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

সিএসই-৫০ সূচকে বাদ তিন কোম্পানি, যুক্ত নতুন তিনটি


০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৫৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সিএসই-৫০ সূচকে বাদ তিন কোম্পানি, যুক্ত নতুন তিনটি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানির সূচক সিএসই-৫০ চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি।

১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস কেবলস লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

নতুন করে যুক্ত তিন কোম্পানিসহ সূচকটির ৫০ কোম্পানি হল এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রবি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ৫৮ দশমিক ৪২ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৬২ দশমিক ৯২ শতাংশ। গত ছয় মাসে কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেন ৩৮ দশমিক ৮০ ভাগ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: