০২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার, ১০:০৫ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৫ টায় তিনি সিঙ্গাপুরে নামেন। বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা।
রোববার রাত ১১টা ৫৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন, সঙ্গে তার স্ত্রীও আছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসকের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত শিডিউল আছে।
এর আগে গত মার্চে কারামুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।