৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার, ১১:৩১ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে তিনি পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য ছিলেন।
শরিফা খান বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।