২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৮:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হলো। পদোন্নতি দিয়ে তাকে একই বিভাগে পদায়ন করা হয়। হামিদা বেগমকে নিয়ে প্রশাসনের সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।