facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

সুপারশপে কেনাকাটায় আর বাড়তি ভ্যাট নয়!


২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০২:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সুপারশপে কেনাকাটায় আর বাড়তি ভ্যাট নয়!

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে না। এখন থেকে পণ্যের খুচরা মূল্যে (এমআরপি) লেখা দামই চূড়ান্ত মূল্য হিসেবে বিবেচিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সুপারশপ মালিকদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে এক ধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।

ভ্যাটের পূর্ববর্তী জটিলতা

এত দিন ধরে সুপারশপে কেনাকাটার সময় দেড় শতাংশ, ২ শতাংশ, ৫ শতাংশ বা সর্বশেষ ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো। এই ভ্যাটের কারণে ক্রেতাদের অতিরিক্ত ব্যয় করতে হতো এবং ব্যবসায়ীরাও ভ্যাট রেয়াত সুবিধা নিতে পারছিলেন না। সুপারশপ মালিকদের দীর্ঘদিনের আপত্তির পরিপ্রেক্ষিতে এনবিআর নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন নিয়ম কী?

নতুন নিয়ম অনুসারে:

  • সুপারশপগুলো পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে পণ্য বিক্রি করবে।
  • খুচরা মূল্যের মধ্যেই ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।
  • সুপারশপ মালিকরা তাদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট প্রদান করবেন।
  • আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত গ্রহণ করা যাবে।

এনবিআর সূত্র জানিয়েছে, এমন পণ্যগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে যেগুলো উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত কিন্তু ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রযোজ্য। এতে ভোক্তার ওপর বাড়তি ভ্যাটের চাপ কমবে। উদাহরণস্বরূপ, ময়দা ও আদার মতো নিত্যপণ্য উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত থাকে।

সুপারশপ মালিকদের প্রতিক্রিয়া

সুপারশপ ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, "আধুনিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সুপারশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ই-ট্রান্সজেকশনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হয়, খাদ্যের মান বজায় রাখা যায় এবং নারীর ক্ষমতায়ন ঘটে। সুপারশপের জন্য বৈষম্যমূলক ভ্যাট আরোপ করা ঠিক হয়নি, তাই এই পরিবর্তন অত্যন্ত ইতিবাচক।"

সুপারশপ শিল্পের বর্তমান অবস্থা

বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বর্তমানে দেশের নিত্যপণ্যের খুচরা বাজারের আকার প্রায় ১,৫০০ কোটি মার্কিন ডলার। তিন বছর আগে সুপারশপের বাজার অংশীদারিত্ব ছিল ১.৫ শতাংশ, যা এখন বেড়ে প্রায় ৩ শতাংশ হয়েছে।

বর্তমানে দেশে ১,৫০০-এর বেশি সুপারশপ রয়েছে, যার মধ্যে প্রায় ৬০০টি চেইন সুপারশপ। বড় চেইন সুপারশপগুলোর মধ্যে রয়েছে আগোরা, স্বপ্ন, মীনা বাজার, ইউনিমার্ট, আলমাস, প্রিন্স বাজার, ডেইলি সুপারশপ ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘স্বপ্ন’, যার ৪৪০টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

প্রত্যাশিত প্রভাব

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে:

  • ভোক্তাদের জন্য কেনাকাটা সহজ ও স্বচ্ছ হবে।
  • ব্যবসায়ীরা ভ্যাট রেয়াত সুবিধা পাবেন, যা ব্যবসার প্রসারে সহায়ক হবে।
  • ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, ফলে সরকারও উচ্চ রাজস্ব পেতে পারে।

এনবিআরের এই সিদ্ধান্ত সুপারশপ শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: