০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১২:৪৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
লোকমান হাকিম, যিনি তাঁর পুত্রকে দিয়েছিলেন কিছু অসাধারণ উপদেশ, সেই উপদেশগুলোর মূল বার্তাগুলো সুরা লোকমানে উল্লেখিত হয়েছে। এতে রয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মা-বাবার সেবা, ধৈর্য ধারণ, এবং নম্রতা ও সংযমের মতো গুরুত্বপূর্ণ গুণাবলির শিক্ষা।
আল্লাহর একত্ববাদ মেনে চলাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। শরিক করা সবচেয়ে বড় গুনাহ এবং এটি চরম সীমালঙ্ঘন।
নামাজ শুধু দৈনিক এক প্রকার ইবাদত নয়, বরং এটি অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। নামাজে দাঁড়ালে মনকে স্থির রাখার চেষ্টা করা জরুরি, যেন শয়তান আমাদের মনোযোগ বিভ্রান্ত না করে।
তাড়াহুড়ো করে খাওয়ার ফলে বিপদ ঘটতে পারে। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে খাওয়ার অভ্যাস জীবন রক্ষায় সহায়ক।
অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত। দৃষ্টির হেফাজত আমাদের নিজেদের মর্যাদা রক্ষার অংশ।
অসতর্কভাবে বেশি কথা বলার ফলে অনর্থ হতে পারে। সংযমী বাক্যালাপ ব্যক্তিত্বের মর্যাদা বৃদ্ধি করে।
মৃত্যু জীবনের অপরিহার্য বাস্তবতা। এটি স্মরণে রাখলে মানুষের অহংকার কমে এবং জীবন চলার পথে দায়িত্বশীলতা বাড়ে।
আল্লাহর স্মরণ জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। আল্লাহ বলেন, “তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।” (সুরা বাকারা, আয়াত: ১৫২)
উপকার করার পর তা নিয়ে খোঁটা দেওয়া উচিত নয়। প্রকৃত দান তা-ই যা বিনিময়ের প্রত্যাশা ছাড়াই করা হয়।
কেউ আঘাত দিলে তা ভুলে যাওয়াই উত্তম। ক্ষমার গুণে মানুষের হৃদয় জয় করা সম্ভব।
লোকমান হাকিমের এই উপদেশগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, বরং এগুলো মানবিক মূল্যবোধের মূর্ত প্রতীক। এগুলোর সঠিক প্রয়োগ আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। আসুন, আমরা এই শিক্ষাগুলো আত্মস্থ করে আমাদের জীবনকে আলোকিত করি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।