২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:৩৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) দেশের ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠাকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দলটির নেতৃত্বের নাম প্রকাশ করা হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে এনসিপির গঠনপ্রক্রিয়া, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে এক নজিরবিহীন গণঅভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। তবে, এই সংগ্রাম কেবল একটি সরকার পরিবর্তনের জন্য নয়; এটি রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের অধিকারভিত্তিক নতুন রাষ্ট্র গঠনের জন্য।’
জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এমন একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল গঠন করেছি, যা জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান আসলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা করেছে। ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য, যা সাংবিধানিক স্বৈরতন্ত্রের সব সম্ভাবনার অবসান ঘটাবে।’
নতুন সংবিধানের রূপরেখা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং সেগুলোর গণতান্ত্রিক চরিত্র সংরক্ষণই আমাদের প্রধান অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি বিকাশ করতে চাই, যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ঐক্য, ন্যায়বিচার এবং মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।’
সেকেন্ড রিপাবলিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এই রিপাবলিকে সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। জাতিগত, সামাজিক, লিঙ্গীয় ও ধর্মীয় বৈচিত্র্য রক্ষার মাধ্যমে আমরা একটি বহুত্ববাদী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করবো। দারিদ্র্য, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে জনগণকে সুরক্ষা দেওয়া হবে।’
অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এমন একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চাই, যেখানে আয়-বৈষম্য থাকবে না এবং পরিবেশের প্রতি সংবেদনশীলতা বজায় রাখা হবে। সম্পদ কেবল নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না হয়ে সুষমভাবে পুনর্বণ্টিত হবে।’
তিনি আরও বলেন, ‘বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠীস্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসঙ্গে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিত করে বিজ্ঞান-প্রযুক্তির বিকাশের মাধ্যমে একটি আধুনিক, টেকসই অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা।’
নাহিদ ইসলাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ—সেকেন্ড রিপাবলিক কোনো অধরা স্বপ্ন নয়, এটি আমাদের প্রতিজ্ঞা।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।