১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৭:১৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশের গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ ব্যয় করা হবে ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ বাস্তবায়নের জন্য।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ। সিদ্ধান্ত অনুযায়ী, সুকুক বন্ডটির মেয়াদ হবে সাত বছর এবং এর নাম দেওয়া হয়েছে ‘ইস্তিসনা ও ইজারা’।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআইডি) মাধ্যমে দেশের আট বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর মোট দৈর্ঘ্য হবে ১৭ হাজার ৬৯৭ মিটার, যার সঙ্গে যুক্ত থাকবে ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক এবং ৪ হাজার ২৩০ মিটার নদী শাসন কাজ।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্য পরিবহনের ব্যয় হ্রাস পাবে। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।