facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

সেন্ট মার্টিনে পর্যটক নিষেধাজ্ঞা: পরিবেশ রক্ষায় কী পরিকল্পনা?


৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৭:০৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সেন্ট মার্টিনে পর্যটক নিষেধাজ্ঞা: পরিবেশ রক্ষায় কী পরিকল্পনা?

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালসমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপে শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে। জীববৈচিত্র্য সুরক্ষা ও দ্বীপের ভারসাম্য রক্ষার জন্য নেওয়া এই সিদ্ধান্ত ঘিরে দ্বীপবাসী, ব্যবসায়ী ও পরিবেশবিদদের মধ্যে নানা আলোচনা চলছে।

কী কারণে এই নিষেধাজ্ঞা?

সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে ১৯৯৯ সালেই। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পর্যটনচাপ দ্বীপের প্রবাল, কাঁকড়া, সামুদ্রিক কাছিম ও অন্যান্য জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠছে। পাশাপাশি, পর্যটকদের ফেলা প্লাস্টিক বর্জ্য ও আবাসন সংকট দ্বীপের বাস্তুতন্ত্রের জন্য ক্ষতির কারণ হচ্ছে। এসব কারণে সরকার পর্যটন সীমিতকরণসহ এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।

নিষেধাজ্ঞার সময় কী পরিকল্পনা?

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আগামী এক মাস দ্বীপের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, খাবার পানির উৎপাদন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ কর্মসূচি পরিচালিত হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: