facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

সেন্ট মার্টিনে ভ্রমণে কঠোর নিয়ম: পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ


২০ নভেম্বর ২০২৪ বুধবার, ১০:১৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সেন্ট মার্টিনে ভ্রমণে কঠোর নিয়ম: পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ

পর্যটকদের সুশৃঙ্খল ভ্রমণ ও পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়া নিয়ে কঠোর নিয়ম চালু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি গঠিত এক যৌথ কমিটি পর্যটক ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধি আরোপ করেছে। এসব বিধির মধ্যে রয়েছে অ্যাপের মাধ্যমে নিবন্ধন, নির্ধারিত নিয়ম মেনে যাতায়াত, পরিবেশবান্ধব আচরণ এবং নির্দিষ্ট সংখ্যক পর্যটকের প্রবেশ।

নতুন বিধিনিষেধের মূল ধাপসমূহ:

1. **নিবন্ধন প্রক্রিয়া:**
সেন্ট মার্টিনে যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ ব্যবহার করে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। কোনো অনুমোদন ছাড়া জাহাজে ওঠা যাবে না।

2. **পরিবেশ সুরক্ষা:**
জাহাজ ও পর্যটকের মাধ্যমে পলিথিন ব্যাগ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

3. **নির্দিষ্ট সংখ্যক পর্যটক:**
প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে প্রবেশ করতে পারবেন। নভেম্বর মাসে পর্যটকদের রাত যাপন নিষিদ্ধ, তবে ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটক রাত্রিযাপনের অনুমতি পাবেন।

4. **আবাসন ও রেজিস্ট্রেশন:**
পর্যটকদের নির্ধারিত হোটেল বা বাসস্থানের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। দ্বীপে প্রবেশের স্থানে করণীয় ও বর্জনীয় বিষয় উল্লেখ করে নির্দেশনা দেওয়া থাকবে।

5. **পরিবেশগত বিধিনিষেধ:**
রাতের বেলায় আলো ব্যবহার, শব্দদূষণ ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এগুলো কার্যকর করা হচ্ছে।

যৌথ কমিটির দায়িত্ব:
কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই কমিটিতে থাকছেন পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁরা পর্যটক ও জাহাজ নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বীপের পরিবেশ সুরক্ষায় কাজ করবেন।

নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাব্য বিকল্প:
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি কাজ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতা ও নাফ নদীর ওপার থেকে গুলি ছোড়ার ঘটনার কারণে বিকল্প পথে জাহাজ চলাচলের বিষয়েও আলোচনা চলছে।

স্থানীয়দের উদ্বেগ:
সেন্ট মার্টিনের বাসিন্দারা সরকারি বিধিনিষেধে অসন্তুষ্ট। জরুরি প্রয়োজনে যাতায়াতে কাঠের ট্রলার বা স্পিডবোট ব্যবহারের ক্ষেত্রেও প্রশাসনের অনুমতি নিতে হচ্ছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতিও চাপে পড়েছে।

পর্যটকদের জন্য বার্তা:
পর্যটন খাত সুশৃঙ্খল করতে নেওয়া এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনের টেকসই উন্নয়নে সহায়ক হবে। যেকোনো ভ্রমণের আগে নির্দেশিকা ভালোভাবে জেনে ও মেনে চলতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

ভ্রমণ -এর সর্বশেষ