facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

সেলফি তুলে পাঠাল সৌরযান আদিত্য এল-১


০৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৬:০৪  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


সেলফি তুলে পাঠাল সৌরযান আদিত্য এল-১

সূর্যের দিকে যাত্রায় মহাকাশে সুপার-সেলফি তুলল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। তাতে নিজের শরীরের বিভিন্ন অংশ দেখিয়েছে ভারতের সৌরযান। সেইসঙ্গে পৃথিবী ও চাঁদের ছবিও পাঠিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইটারে আদিত্যর পাঠানো ছবি প্রকাশ করেছে। খবর বিবিসির

সৌরযানটি ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাবে। আদিত্য এল-১ মাত্র ১ শতাংশ পথ পাড়ি দিয়েছে। এর মধ্যেই মহাকাশ থেকে তার তোলা প্রথম ছবি পাঠিয়েছে। সৌরযানটির পুরো পথ পাড়ি দিতে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসরো।

ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য এল-১। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ।

সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর ‘সোলার করোনা’-র খবর আনতেই যাবে আদিত্য এল-১। সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন, নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কী ভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বার করবে আদিত্য এল-১। তার জন্য এই উপগ্রহে রয়েছে সাতটি সায়েন্স পে-লোড।

সৌরঝড় (সোলার স্টর্ম)-এর স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলি যোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি, বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। এই সৌরঝড় কোন পথে পৃথিবীতে আছড়ে পড়ছে পারে তার খোঁজ চালাবে আদিত্য এল-১।

গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের কৃতিত্ব দেখায় ভারত। আর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ‘চন্দ্রজয়ী’ দেশের তালিকায় নাম লেখায় দক্ষিণ এশিয়ার দেশটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ