২২ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
হু হু করে বাড়ছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি এখন গুনতে হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা। ১৮ ক্যারেটের জন্য দর ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা মিলছে ৯১ হাজার ৩৮ টাকা ভরিতে।
সম্পদ বলতে বোঝায় যা কিনে ভালো দামে বিক্রি করা যায়। জমি, ফ্ল্যাট, গাড়ি, এমনকি সোনাও একই নিয়মে সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। তবে গয়নার চেয়ে বিনিয়োগের জন্য সোনা কেনার প্রবণতা বিশ্বজুড়ে বেশি। বার, বিস্কুট বা পয়সা আকারে সোনা সংরক্ষণে ভবিষ্যতে বড় লাভ সম্ভব।
সনাতন সোনা কি এখনো লাভজনক?
অনেকেই দাদি-নানির কাছ থেকে পাওয়া সোনার গয়না বদলাতে গিয়ে দাম কম পেয়ে হতাশ হন। তবে ৫৪ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৭০০ গুণ। ফলে পুরোনো সোনার গয়নাও এখন বড় মুনাফা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, সোনা কেনা এক অর্থে নিরাপদ বিনিয়োগ। গত এক বছরে সোনার দাম বেড়েছে ২৮.৮৯ শতাংশ। গয়না ছাড়াও বিনিয়োগের জন্য ছোট সোনার বার বা পয়সা কিনতে পারেন, যা সহজে বিক্রি করা সম্ভব।
যদিও বিশ্ববাজারে ডলার, তেল ও অন্যান্য পণ্যের দামের ওঠানামা সোনার দামে প্রভাব ফেলে, দীর্ঘমেয়াদে সোনার দাম কমার সম্ভাবনা প্রায় নেই। তাই সোনা শুধু শখ নয়, ভবিষ্যৎ সুরক্ষার জন্য কার্যকর সম্পদ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।