১১ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৭:৪৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ছাড়িয়ে গেছে এক লাখ ৫৯ হাজার টাকা। সব রেকর্ড ভেঙে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। নতুন এ মূল্য শুক্রবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল। ৯ এপ্রিল কিছুটা কমে দাম দাঁড়ায় ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়। তবে মাত্র দুই দিন পরই আবার বড় ধরনের বৃদ্ধি এনে রেকর্ড ছাড়ালো সোনার দাম।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৯৭১ টাকা, এখন যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রয়েছে ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকাই রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য প্রকাশ করা হয়। হঠাৎ করে এই দাম বৃদ্ধিতে ভোক্তারা যেমন চিন্তিত, তেমনি স্বর্ণ ব্যবসায়ীরা এই বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।