১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:১৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ফের বাড়ল সোনার দাম! বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের মাত্র ১৭ দিনেই এটি চতুর্থবারের মতো সোনার দামের ঊর্ধ্বগতি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে।
এর আগে, চলতি মাসের ১, ৫ ও ১০ ফেব্রুয়ারিতেও সোনার দাম বাড়ানো হয়েছিল।
রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
সোনার দাম বাড়ার এই প্রবণতা বাজারে কী প্রভাব ফেলবে, সেটি নিয়ে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সতর্ক দৃষ্টি রাখছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।