০১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১০:৫৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে ২,১০০ টাকা। নতুন দামে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১,৪৪,৮৯০ টাকায়। আগামীকাল রবিবার থেকে এ নতুন দর কার্যকর হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্যবৃদ্ধির কারণে নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
অপরদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে:
সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে সোনার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।