০২ এপ্রিল ২০২৫ বুধবার, ০১:৫৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। বছরের প্রথম তিন মাসেই সোনার দাম বেড়েছে ১৪ বার, কমেছে মাত্র ৩ বার। বর্তমানে ২২ ক্যারেট সোনার ভরি দেড় লাখ টাকার গণ্ডি পেরিয়ে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বিশ্ববাজারে সোনার লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাংলাদেশেও। ভূরাজনৈতিক অস্থিরতা, মার্কিন শুল্কনীতি ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির শঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো এক হাজার টনের বেশি সোনা কিনছে, যা দাম বাড়ার অন্যতম কারণ।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে সোনার দাম আরও বাড়তে পারে। বিনিয়োগের পরিকল্পনায় থাকা ব্যক্তিদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত—সোনার এই মূল্যবৃদ্ধি কি সাময়িক, নাকি এটি নতুন স্বাভাবিক?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।