facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

সোহরাওয়ার্দীতে জনসমুদ্র, হৃদয়ে ফিলিস্তিন—বাংলাদেশ এক কাতারে!


১৩ এপ্রিল ২০২৫ রবিবার, ০৯:৩২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সোহরাওয়ার্দীতে জনসমুদ্র, হৃদয়ে ফিলিস্তিন—বাংলাদেশ এক কাতারে!

‘এক কাতারে, এক বার্তায়—ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’—এই আহ্বান নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত। লাখো মানুষের অংশগ্রহণে ভরে ওঠে চতুর্দিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৌগোলিকভাবে দূরে থাকলেও হৃদয়ে ফিলিস্তিন আজ খুব কাছে।

আয়োজক সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে এই গণজমায়েত হয় শনিবার। ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবং আন্তর্জাতিক আদালতে বিচার দাবিতে এই সমাবেশে উত্তাল হয়ে ওঠে জনতার কণ্ঠস্বর।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের সকল মত-পথ, চিন্তা ও বিশ্বাসের মানুষ আজ এক কাতারে। ভিন্নমত থাকতে পারে, কিন্তু নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার দাবিতে পুরো জাতি ঐক্যবদ্ধ।

সমাবেশে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমরা হয়তো ফিলিস্তিন থেকে দূরে, কিন্তু আমাদের হৃদয়ে আছে একেকটা ফিলিস্তিন, গাজা আর আল কুদস।’ তিনি বলেন, এই জনসমুদ্রই প্রমাণ, বাংলাদেশের মানুষ আল আকসা ও ফিলিস্তিনকে হৃদয়ে ধারণ করে।

সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। তিনি ফিলিস্তিনের জন্য দোয়া করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণজমায়েতে তুলে ধরা হয় তিনটি প্রধান দাবি—

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ

আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করা

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: