facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

সৌদি, ওমান ও কাতার থেকে সুখবর! প্রবাসীদের জন্য আশার বার্তা


০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০১:০৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সৌদি, ওমান ও কাতার থেকে সুখবর! প্রবাসীদের জন্য আশার বার্তা

সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এ সফরে তিনি সৌদি, ওমান ও কাতারের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

আজ মঙ্গলবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে এই সফরের ফলাফল নিয়ে বিস্তারিত জানান তিনি।

সৌদি আরবের প্রতিশ্রুতি

সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
আকামাবিহীন প্রবাসীদের বিষয়ে কঠোর নজরদারি: চাকরিদাতাদের ওপর দায়িত্ব নিশ্চিত করবে সৌদি সরকার।
নতুন নিয়ম: চাকরির চুক্তি সম্পন্ন না করেই বাংলাদেশে শ্রমিকদের তথ্য পাঠানোর বিষয়টি সৌদি সরকার বিবেচনা করবে।
সার্টিফিকেট সত্যায়ন: বাংলাদেশ থেকেই পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়নের সুযোগ চালু করা হবে।

ওমান ও কাতারের ইতিবাচক সিদ্ধান্ত

ওমানে বসবাসরত সকল বাংলাদেশিকে বৈধতার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি, দ্রুত নতুন শ্রমিক নেওয়ার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। কাতারও বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুসংবাদ।

দূতাবাসের প্রশংসা ও পরবর্তী পরিকল্পনা

সফরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আসিফ নজরুল সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জানান, সৌদি সরকারের গুরুত্বপূর্ণ চারজন মন্ত্রী ছাড়াও প্রায় ২০টি বড় চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এছাড়া, প্রবাসীদের বিমানভাড়া সংক্রান্ত অভিযোগের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

সফরের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে ফলোআপ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল।
তিনি প্রবাসীদের ভালো থাকার শুভকামনা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

চাকরি -এর সর্বশেষ