facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ হজযাত্রী, মৃত্যু ১৫


১১ জুন ২০২৪ মঙ্গলবার, ১০:৫৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ হজযাত্রী, মৃত্যু ১৫

হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী। আজ মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হেল্প ডেস্ক জানিয়েছে, মোট ২০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৪ হাজার ২৬২ জন হজযাত্রী।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং একজন নারী।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

উল্লেখ্য, আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: