facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বিয়ে হয়েছিল" দাবি মডেল মেঘনার


১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৯:০৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বিয়ে হয়েছিল

আলোচিত মডেল ও সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলম আদালতে দাবি করেছেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রতারণা মামলায় হাজির হয়ে বিচারকের অনুমতি নিয়ে মেঘনা বলেন, “ঈসার সঙ্গে আমার বিয়ে হয়, কিন্তু তিনি যে অভিযোগ করেছেন আমি তার সন্তান নষ্ট করেছি, তা সম্পূর্ণ মিথ্যা।”

ধানমণ্ডি থানায় করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মেঘনা ও তার সহযোগীরা সুন্দরী নারীদের ব্যবহার করে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের একটি চক্র গড়ে তুলেছিলেন।

আদালতে মেঘনা আরও বলেন, “আমাকে বিনা বিচারে কারাগারে পাঠানো হয়েছে। আমার সঙ্গে কেবল ঈসার সম্পর্ক ছিল, আর কারও সঙ্গে নয়।” তিনি দাবি করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে আলোচনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার আরেক আসামি দেওয়ান সমির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্ধা, মেঘনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিরা বিদেশি কূটনীতিকদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকেও ৫ মিলিয়ন ডলার দাবি করা হয়েছিল বলে মামলায় উল্লেখ আছে।

আদালত মেঘনাকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং দেওয়ান সমিরকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এদিকে, মেঘনার আটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তার আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। আদালত জানতে চেয়েছেন, মেঘনাকে যেভাবে আটক করা হয়েছে, তা কেন অসাংবিধানিক ও মানবাধিকারবিরোধী ঘোষণা করা হবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: