facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা


২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার, ০৫:২৩  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সৌদি সরকারি পত্রিকা আরব নিউজ এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক চাকরির জন্য আবেদনের পথ খোলা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগ্রহীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন।

সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তৃত কর্মসূচির অংশ হিসাবে ২০১৯ সালে মেয়েদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দেয়। সৌদি আরবের সেনাবাহিনী, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স, রয়্যাল সৌদি নেভি, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে যোগদানের জন্য মহিলাদের সাইনআপ করার অনুমতি দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, নারীরা সেনা, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসাবে নিয়োগ করা হতে পারে। এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উদ্যোগের অধীনে আসে, যা বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরবের নারীদের এগিয়ে নিয়ে যাওয়া সংস্কারের প্রবর্তন করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: