০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:২৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রায় সাড়ে ৩২ কোটি টাকা মূল্যের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তপন চৌধুরী ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) শেয়ারটির সর্বোচ্চ দর ২১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। সেই হিসাবে ঘোষিত শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
ডিএসই জানিয়েছে, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি ঘোষিত শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করবেন। বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থাকে আরও সুদৃঢ় করবে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।