facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ


০৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, ০৩:৩০  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম উঠেছিল ২ হাজার ১০০ মার্কিন ডলারের ওপরে। এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির জেরে ভারতের বাজারেও স্বর্ণের দাম বাড়ছে। দেশটির বাজারে ১০ গ্রাম স্বর্ণের দাম ৬৪ হাজার রুপি ছাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরের মার্চের দিকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে, এমন খবর বাজারে ছড়িয়ে পড়ার পরপরই স্বর্ণের দাম বেড়ে যায়।

সোমবার আমেরিকার স্টক মার্কেটে স্বর্ণের দাম ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাম দাঁড়ায় ২ হাজার ৮৫ ডলার ৭৬ সেন্ট। অথচ লেনদের শুরুর দিকে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ১১ ডলার ৩৯ সেন্ট। আমেরিকার ফিউচার মার্কেটে সোমবার স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭ ডলার ৬০ সেন্টে উঠেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেছেন, ফেডারেল রিজার্ভের প্রধান পাওয়েল গতকাল তার বক্তৃতায় সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আগামী বছর আর সুদহার বাড়ার সম্ভাবনা নেই। বরং কমতে পারে।

অন্যদিকে, সিএমইর ফেডওয়াচ টুল বলেছে, আগামী বছরের মার্চে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের বাজারে ৯৯৯ মাত্রার বিশুদ্ধ স্বর্ণের দাম আরও বেশি। করসহ প্রতি ১০ গ্রাম এই স্বর্ণের দাম ৬৭ হাজার ৫০০ রুপিতে উঠেছে। এটি ভারতের বাজারে এযাবৎকাল স্বর্ণের সর্বোচ্চ দাম।

সোমবার রুপার দামও ১ শতাংশ বেড়েছে। ধাতুটির দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ২৫ ডলার ৪৫ সেন্ট। তবে দাম কমেছে প্যালাডিয়ামের। গতকাল দশমিক ৪ শতাংশ কমে ধাতুটির দাম হয়েছে আউন্সপ্রতি ৯২৯ ডলার ৯৩ সেন্ট। প্লাটিনামেরও দাম ১ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৯৯৯ ডলার ৩৫ সেন্ট।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ