facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

স্বল্প খরচে ঘুরে আসুন, মজা নিন দ্বিগুণ!


১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:১৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


স্বল্প খরচে ঘুরে আসুন, মজা নিন দ্বিগুণ!

ভ্রমণ করতে কার না মন চায়! তবে অনেকেই বেশি খরচের চিন্তায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে দেন। অথচ একটু কৌশলী হলে স্বল্প খরচেই দারুণ ভ্রমণের অভিজ্ঞতা নেওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কম খরচে ঘুরে আসা যায়।

ভ্রমণের পরিকল্পনা আগেভাগে করুন

কোথায় যাবেন, কীভাবে যাবেন, কী দেখবেন—সবকিছু নিয়ে আগেই পরিকল্পনা করুন। খরচের একটি আনুমানিক হিসেব করে নিলে বাজেট নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

রাতের যাত্রা বেছে নিন

দূরের গন্তব্যে যাওয়ার সময় রাতে ভ্রমণ করুন। এতে হোটেল খরচ অনেকটাই বেঁচে যাবে। বাস বা ট্রেনে রাত কাটালে আলাদা থাকার জায়গার দরকার হবে না।

পিক সিজন এড়ান

শীতকাল বা ছুটির মৌসুমে পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড় বেশি থাকে, ফলে হোটেল, খাবারসহ সবকিছুর দামও বেড়ে যায়। তাই সম্ভব হলে অফ-সিজনে ঘুরতে যান, এতে খরচ যেমন কমবে, তেমনি ভিড় থেকেও মুক্তি পাবেন।

বাজেটবান্ধব হোটেল খুঁজুন

বিলাসবহুল হোটেলের পরিবর্তে সাশ্রয়ী মূল্যের ভালো মানের থাকার জায়গা খুঁজুন। রুম শেয়ারিং করলে খরচ আরও কমবে।

গণপরিবহন ব্যবহার করুন

ট্যাক্সি বা ভাড়া করা গাড়ির পরিবর্তে লোকাল বাস, ট্রেন বা রিকশার মতো পরিবহন ব্যবহার করুন। এতে খরচ যেমন কমবে, তেমনি স্থানীয় জীবনযাত্রা কাছ থেকে দেখা যাবে।

ডিসকাউন্ট ও অফারের সুযোগ নিন

বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটে সময় সময় ছাড় দেওয়া হয়। অফ-সিজনে এসব ছাড় আরও বেশি পাওয়া যায়। হোটেল বুকিং বা টিকিট কাটার আগে বিভিন্ন ডিসকাউন্ট চেক করে নিন।

ভ্রমণ প্যাকেজ বেছে নিন

বিভিন্ন ট্রাভেল কোম্পানি আকর্ষণীয় প্যাকেজ অফার করে, যেখানে ফ্লাইট, হোটেল, খাবারসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকে। এতে আলাদা আলাদা খরচের চেয়ে কম ব্যয়ে ঘুরতে পারবেন।

বিনামূল্যে ঘোরার জায়গাগুলো খুঁজুন

অনেক শহরেই বিনামূল্যে পরিদর্শনযোগ্য জায়গা থাকে, যেমন ঐতিহাসিক স্থান, যাদুঘর, পার্ক ইত্যাদি। যাওয়ার আগে এসব সম্পর্কে জানুন ও সেগুলো অন্তর্ভুক্ত করুন।

স্থানীয় খাবার খান

দামী রেস্তোরাঁর বদলে স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে খরচ যেমন কমবে, তেমনি নতুন স্বাদের অভিজ্ঞতাও হবে।

স্থানীয়দের পরামর্শ নিন

স্থানীয় বাসিন্দারা ভালোভাবে জানেন কোথায় কম খরচে থাকা, খাওয়া এবং ঘোরা সম্ভব। তাই তাদের সঙ্গে কথা বলুন, পরামর্শ নিন।

ভ্রমণ আনন্দের, তবে সেটি বেশি খরচসাপেক্ষ হলে আনন্দ ম্লান হয়ে যেতে পারে। তাই একটু পরিকল্পনা করলেই স্বল্প খরচে দারুণ ভ্রমণের অভিজ্ঞতা নেওয়া সম্ভব!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: