facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকনের মৃত্যু


০৮ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:১৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকনের মৃত্যু

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা একে একে বিদায় নিচ্ছেন। মাত্র তিন সপ্তাহ আগে দলটির অধিনায়ক জাকারিয়া পিন্টুর প্রয়াণের পর শনিবার (৭ ডিসেম্বর) পরলোকে পাড়ি জমালেন দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকন।

ফজলে সাদাইন খোকন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এ সম্পর্কে দলের আরেক সদস্য আশরাফ আলী বলেন, "খোকন রাজশাহীতে থাকতেন। তার স্ত্রী জানালেন যে, ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখন তার মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে।"

স্বাধীন বাংলা ফুটবল দলে মিডফিল্ডার হিসেবে খেলতেন খোকন। আশরাফ আলী স্মৃতিচারণ করে বলেন, "খোকন ইপিডিসি দলের হয়ে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পরও ফুটবল খেলেছেন, তবে জাতীয় দলে খেলার সুযোগ পাননি। খেলা ছাড়ার পর তিনি ফুটবলের সঙ্গে আর তেমন সম্পৃক্ত ছিলেন না এবং জীবনের বাকি সময় রাজশাহীতেই কাটিয়েছেন।"

ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের ক্রীড়া ইতিহাসে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান স্মরণীয়। দলের সদস্যদের প্রয়াণে জাতি একের পর এক ইতিহাসের অংশ হারাচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ