৩১ জুলাই ২০২৪ বুধবার, ১১:৫১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে টানা তিনদিন লেনদেন বন্ধ ছিল। সীমিত পরিসরে অফিস ও ব্যাংকিং কার্যক্রম চালুর পর পুঁজিবাজার খুললেও কমে আসে লেনদেনের সময়সীমা। আজ থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারেও লেনদেন আগের মতো আজ থেকে সাড়ে ৪ ঘণ্টা হবে। এদিকে বিদ্যমান অস্থিরতার প্রভাবে পুঁজিবাজারে নিম্নমুখিতা ছিল গতকাল পর্যন্তছে। আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকার। এ সময়ে ১৫৯টির কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৬১টির ও অপরিবর্তীত ছিল ৬৯টির দর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল স্বাভাবিক সময়ের মতো অফিস চালু রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এর ধারাবাহিকতায় আজ থেকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন চলবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।