facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে স্মার্ট নারীরা


১৯ এপ্রিল ২০২৩ বুধবার, ০৫:২৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে স্মার্ট নারীরা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন। দুই হাজার নারী উদ্যোক্তাকে অনুদান দেয়া হয়েছে। রংপুরের পীরগঞ্জে ২০ জন ও ঢাকায় ৩৫ জনকে অনুদান দেয়া হয়েছে। আরো পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান দেয়া হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশে ২৫ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান ও প্রশিক্ষণ দেয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, `বর্তমানে নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারি কোনো অনুদান পায়নি। আজ শতভাগ এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত। শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে। কৃষক সার পাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। সাধারণ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায়।`

তিনি আরো বলেন, `রোজার সময় সহনশীল ও ধৈর্যের পরিচয় দিতে হবে। ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষায় ১১ মাস শিক্ষা নিয়ে চলতে হবে। বেশি বেশি জাকাত, দান-সদকা করতে হবে।`

প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আইডিয়া প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: