facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

স্যামসাং ওয়াশিং মেশিনে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক!


০৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার, ১১:৩৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


স্যামসাং ওয়াশিং মেশিনে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

বর্ষাকাল মানেই যেন ভেজা, স্যাঁতস্যাঁতে, কাদা-পানিতে নোংরা হয়ে যাওয়া কাপড়চোপড়। আর এই বর্ষা ঋতুতে কাপড় ধোয়া নিয়ে সকল সমস্যার সমাধান করতে ‘বিগ মনসুন ফেস্ট’ ক্যাম্পেইন নিয়ে এলো স্যামসাং। ক্রেতাদের জন্য থাকছে স্পেশাল লন্ড্রী গিফট বক্স, ১৫,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের অফার সহ নানান আকর্ষণীয় ডিল রয়েছে।

‘বিগ মনসুন ফেস্ট’ অফারে স্যামসাংয়ের সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিনগুলোতে ক্যাশব্যাক অফার হিসেবে ক্রেতারা ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করার সুবর্ণ সুযোগ পাবেন। ক্রেতারা বিশেষ বান্ডল অফারের মাধ্যমে ওয়াশার ও ড্রায়ার একসাথে কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ডিলে ৪৫,৯০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ফ্রি লিকুইড ডিটারজেন্টের স্পেশাল গিফট বক্স, যা শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালে পাওয়া যাবে।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “দ্রুত, কার্যকরভাবে ও সবচেয়ে বেশি যতœ সহকারে কাপড় ধোয়া ও শুকানো নিশ্চিত করতে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন সর্বাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনী ফিচারের সমন্বয় ঘটিয়েছে। ছাড়ের মাধ্যমে ক্রেতারা যেন আরও বেশি স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন সেজন্য এই অফার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

ডিজিটাল ইনভার্টার মোটরের ক্ষেত্রে স্যামসাং ওয়াশিং মেশিনে ২০ বছরের ওয়্যারেন্টি রয়েছে, তাছাড়া স্যামসাং এর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোতে থাকছে স্যামসাং এর নিজস্ব প্রযুক্তি, এআই ইকোবাবল। এই টেকনোলজির কারণে ডিটারজেন্ট থেকে কার্যকর বাবল তৈরি হয় , যা দ্রুত কাপড়ের গভীরে পৌঁছে সহজে ময়লা দূর করে-এমনকি ঠান্ডা পানিতে ধোয়া হলেও। ক্রেতারা এখন স্টোর ভিজিট করে অথবা অনলাইন থেকে খুব সহজেই ওয়াশিং মেশিন কিনতে পারেন এবং ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন ও ইন-হোম সার্ভিসের সুবিধাগুলো নিতে পারেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ