১১ জুলাই ২০২৩ মঙ্গলবার, ১০:৩৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
হজ করতে পায়ে হেঁটে রওনা হন কুমিল্লার যুবক |
হজ করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন কুমিল্লার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব।
গত ৮ জুলাই শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন ২৫ বছর বয়সী ওই যুবক।
স্থানীয়রা জানান, আলিফ ছোটবেলা থেকেই ভ্রমণ প্রিয় মানুষ। এরই মধ্যে তিনি সাইকেলে করে ৬৪ জেলা ঘুরেছেন। পরে তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে হজ করতে যাবেন। সেই ভাবনা থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে বিদায় নিয়ে গত শনিবার বের হন আলিফ।
পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে ২০২৪ সালের বড় হজ পালন করবেন বলে জানিয়েছেন আলিফ। ২০১১ সালে ওই যুবকের বাবা আব্দুল মালেক মারা যান। তিন ভাই আর এক বোনের মধ্যে আলিফ সবার ছোট।
পায়ে হেঁটে কোন কোন পথে সৌদি আরব যাবেন? এমন প্রশ্নে আলিফ বলেন, প্রথমে কুমিল্লা হয়ে ঢাকা যাব। সেখান থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব, ইনশাআল্লাহ। পুরো যাত্রা পথে আমাকে প্রায় ৮ হাজার কিলোমিটার হাঁটতে হবে।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী বলেন, আলিফের সব কাগজপত্র দেখেছি। কাগজপত্র ঠিক আছে। আমাদের পক্ষ থেকে তাকে সব ধরণের সহযোগিতা করা হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।