৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৫৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
২০০৯ সালে অভিনয়জীবন শুরু করে সিডনি সুইনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’ এবং ‘এনিওয়ান বাট ইউ’-এর মতো সিনেমা দিয়ে পরিচিতি লাভ করেন তিনি। হিট সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার কাজ তাকে প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২৪ সালে তার অভিনীত ‘মাদাম ওয়েভ’ এবং ‘ইম্যাকুলেট’ দর্শকদের হৃদয় জয় করেছে।
এলা পারনেল ২০১০ সালে ‘নেভার লেট মি গো’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘কিক-অ্যাস ২’, ‘ম্যালিফিসেন্ট’ এবং ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’-এর মতো চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেন। ২০২৪ সালে তার ‘ফল আউট’ এবং ‘সুইট পি’ সিনেমা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ক্রিস্টিন মিলিয়টি তার অভিনয় জীবনের শুরুটা করেছিলেন টিভি সিরিজে ছোট চরিত্রে। ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এ তার সংক্ষিপ্ত উপস্থিতি মনে গেঁথে যায় দর্শকদের। ‘হাউ আই মেট ইওর মাদার’, ‘ফার্গো’, এবং ‘ব্ল্যাক মিরর’-এর মতো সিরিজে কাজ করার পর ২০২৪ সালে ‘দ্য পেঙ্গুইন’ ও ‘হিট মাংকি’-তে তার কাজ ভক্তদের মুগ্ধ করেছে।
মেক্সিকান টেলিনোভেলা থেকে হলিউডে পা রাখা এইজা গঞ্জালেজ দেখিয়েছেন প্রতিভা আর পরিশ্রমের সমন্বয়। ‘বেবি ড্রাইভার’, ‘আলিতা: ব্যাটল অ্যাঞ্জেল’, এবং ‘গডজিলা ভার্সাস কং’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে তার ‘থ্রি বডি প্রবলেম’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সাড়া জাগিয়েছে।
গ্লেন পাওয়েল ২০০৩ সালে ‘স্পাই কিডস থ্রিডি: গেম ওভার’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘টপ গান: মাভেরিক’ এবং ‘হিডেন ফিগার্স’-এর মতো হিট সিনেমায় অভিনয় করে আলোচনার শীর্ষে আসেন। ২০২৪ সালে তার ‘হিটম্যান’ এবং ‘টুইস্টার’ সিনেমা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এই তারকাদের অভিনয় শুধু বিনোদন নয়, হলিউডে তাদের স্থানকে আরও শক্তিশালী করেছে। নতুন বছরে তারা কী নিয়ে আসেন, সেটাই দেখার অপেক্ষায় থাকবে ভক্তরা!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।