২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার, ১০:১৪ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নির্বাচনের তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার শুরু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। তবে হাঁটুর ইনজুরির কারণে এখনো প্রচারে নামতে পারেননি নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে প্রচার চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারে নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচার শুরু হবে। প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাবেক এক এমপিসহ ৫ প্রার্থী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।