২৪ জুন ২০২৩ শনিবার, ১০:৫৭ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বই নয়, শ্রেণিকক্ষে অনেকের নজর পড়ে থাকে মোবাইলের স্ক্রিনে। আবার অনেকে হলের বাইরে ব্যাগে মোবাইল ফোন রেখে পরীক্ষা দিতে গিয়ে হরহামেশাই হারাচ্ছেন ফোন। বারবার এমন ঘটনা ঘটায় এবার কলেজ ক্যাম্পাসে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসার ওপরেই রাশ টেনেছে হাজী মুহাম্মদ মহসিন কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অ্যাকাডেমিক কমিটির বৈঠকে বৃহস্পতিবার (২২ জুন) অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তটি অনুমোদন পায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে, চট্টগ্রামের নির্দেশনা মোতাবেক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ।’ এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
জানতে চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিষিদ্ধের পেছনের কারণগুলো তুলে ধরেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, ‘মোবাইল ফোন আসক্তিতে পড়ালেখার ক্ষতির পাশাপাশি খারাপ কিছু দেখে বেপথু হওয়ার প্রবণতা তো আছেই। আবার পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই হলের বাইরে ব্যাগে ফোনটি রেখে প্রবেশ করেন। কিন্তু দেখা যাচ্ছে, প্রায় সময়ই তাদের ফোন চুরি হয়ে যাচ্ছে। বারবার ফোন হারানোর বিষয়ে আমাদের কাছে বিচার-অভিযোগ আসছে। সে জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করেছি। তবে বাটন ফোন নিয়ে আসতে কোনো বাধা নেই।’
অবশ্য এই কলেজে স্মার্টফোন নিষিদ্ধের বিষয়টি নতুন নয়। ২০১৮ সালের ১ অক্টোবরও কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার ও বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তখন শুধু একাদশ ও দ্বাদশ শ্রণির শিক্ষার্থীদের ওপর এই নিষেধাজ্ঞা ছিল। যদিও পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করা যায়নি।
এখন কীভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন- এমন প্রশ্নে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘কলেজে শৃঙ্খলা কমিটি আছে। তারা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবে। যদি কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া যায়, তবে তারা ব্যবস্থা নেবে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।