২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:৩৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর লাশ সিলেটের কানাইঘাটে তাঁর ইচ্ছানুযায়ী পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে প্রয়াত নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের তথ্যানুসারে, হারিছ চৌধুরী তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার পাশে নিজেকে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আদালতের অনুমতি সাপেক্ষে এই ইচ্ছা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২১ সালে ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা হারিছ চৌধুরীর পরিচয় তখন গোপন রাখা হয়েছিল। সরকারের চাপের মুখে তাঁর লাশ সাভারের একটি মাদ্রাসায় দাফন করা হয়। তবে সাম্প্রতিক আদালতের রায়ে তাঁর প্রকৃত পরিচয় এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদা নিশ্চিত হয়েছে।
স্থানীয় ইউএনও ফারজানা নাসরীন বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পুনরায় দাফন হবে যথাযথ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে। তারিখ নির্ধারণের দায়িত্ব পরিবার নিয়েছে।’
হারিছ চৌধুরীর শেষ ইচ্ছা পূরণে এবং তাঁকে যথাযথ মর্যাদা প্রদানে এই উদ্যোগ সিলেটের জনগণের মধ্যে আবেগময় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।