facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

হাসপাতালে ভর্তি অসুস্থ বি. চৌধুরী


০২ অক্টোবর ২০২৪ বুধবার, ১২:৩৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


হাসপাতালে ভর্তি অসুস্থ বি. চৌধুরী

দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার (২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার (১ অক্টোবর) সারারাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনও বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তার মেয়ে ডা. শায়লা চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাবাকে মাত্র হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পরে বিস্তারিত বলা যাবে। চিকিৎসকরা বদরুদ্দোজা চৌধুরীকে গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলেন। ৯৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ