facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

হিজাব ঠিকমতো না পরায় হেনস্তা, পোশাক খুলে তরুণীর প্রতিবাদ


০৩ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:১৮  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


হিজাব ঠিকমতো না পরায় হেনস্তা, পোশাক খুলে তরুণীর প্রতিবাদ

ঠিকভাবে হিজাব না পরায় ইরানে এক তরুণীকে হেনস্তার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এর প্রতিবাদে ওই তরুণী পোশাক খুলে প্রতিবাদ করেছেন বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।

তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে শনিবার (২ নভেম্বর) এই ঘটনা ঘটেছে। পোশাক খুলে প্রতিবাদ করায় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখার উঠানে ওই তরুণী হিজাব ছাড়া বসে আছেন।

বিশ্ববিদ্যালয়টির একজন কর্মকর্তা তরুণীর গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ মহাপরিচালক আমির মাহজুব এক্সে জানান, অশোভন আচরণের কারণে এক শিক্ষার্থীকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থীর এমন আচরণের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

শিক্ষার্থীদের টেলিগ্রাম এক গ্রুপে জানানো হয়, হেডস্কার্ফ না পরা ও নিরাপত্তা বাহিনী পোশাক ছিঁড়ে নিলে তার প্রতিবাদ হিসেবে ওই শিক্ষার্থী তার কাপড় খুলে ফেলেন। গ্রেপ্তারের সময় তাকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তরুণীর মাথা গাড়ির দরজা বা পিলারে আঘাত করা হয়। এই কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলে গ্রুপে লেখা হয়েছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার কারণে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয় দেশটির পুলিশ হেফাজতে। এর জেরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ দমাতে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ