১৪ জুন ২০২৩ বুধবার, ১১:৩১ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ভারতের হিরো মটোকর্প নতুন মডেলের ৫টি মোটরসাইকেল ও স্কুটার এনেছে। এগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। হিরো আপকামিং বাইকগুলো সম্পর্কে জানুন।
হিরো কারিজমা এক্সএমআর
একসময়ে দারুণ বিক্রি হত এই মডেল। বলিউড অভিনেতা হৃতিক রোশনকেও এই বাইকে বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। তরুণ রাইডারদের সেই প্রিয় বাইকের নতুন রূপ আনতে চলেছে হিরো। ইতিমধ্যে মোটরবাইকটি অনেক ডিলারের কাছে পৌঁছে গিয়েছে।
হিরো কারিজমা এক্সএমআর ২১০ মডেলে থাকবে লিকুইড কুলড ইঞ্জিন, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং এলইডি লাইটিং। যদিও বাইকের সম্ভাব্য দাম সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হিরো এক্সট্রিম ১৬০আর
১৪ জুন হিরো এক্সট্রিম ১৬০আর মডেলের আপডেটেড ভার্সন বাজারে আনবে হিরো মটোকর্প। এই মোটরবাইকে পাওয়া যাবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সাসপেনশন, আপডেটেড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। পারফরম্যান্সের ক্ষেত্রে থাকবে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। বাইকের রঙেও একাধিক বিকল্প পেতে পারেন।
হিরো এক্সট্রিম ২০০এস ভার্সন ৪
২০০ সিসির এই মোটরসাইকেল ৪ ভালভ মোটরের সঙ্গে আসতে চলেছে বাজারে। খুব সম্ভবত বাইকের হার্ডওয়্যার ও ইঞ্জিনে পরিবর্তন দেখা যেতে পারে। সিঙ্গেল সিলিন্ডার এই ইঞ্জিন সর্বাধিক ১৮.৯ ব্রেক হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারবে বলে জানা গিয়েছে। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ার। ফিচার্স বা সামগ্রিক চেহারায় কোনো বদল হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
হিরো হারলে এক্স৪৪০
হারলে-ডেভিডসন ভারতে নতুন রোডস্টার বাইক আনতে চলেছে। মডেল এক্স৪৪০। হিরো মটোকর্পের সঙ্গে জুটি বেঁধে এই মোটরসাইকেল ভারতে আসছে। ৫ জুলাই ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে হিরো হারলে এক্স৪৪০। এই বাইকের সম্ভাব্য দাম ভারতে ২.৫ থেকে ৩ লাখ রুপি।
হিরো জুম ১২৫
সম্প্রতি হিরো জুম স্কুটারের ১১০ সিসি ভার্সন বাজারে এনেছে হিরো। স্পোর্টি ডিজাইনের সঙ্গে একগুচ্ছ মডার্ন ফিচার্স রয়েছে স্কুটারে। এবার জুমের ১২৫ সিসি মডেল আনার পরিকল্পনা রয়েছে হিরো মটোকর্পের। এই স্কুটারে পাওয়া যাবে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৯ ব্রেক হর্সপাওয়ার এবং ১০.৪ এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে মিলবে সিভিটি গিয়ার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।