facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি


০৮ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:০৬  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। ৭১টি ট্রাকে ১ হাজার ৮১৮ টন আলু দেশে আনা হয়েছে, যা বন্দরটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ আমদানির রেকর্ড। এর ফলে দেশের বাজারে আলুর দাম কমে গেছে। একদিন আগে আলু ৫৫-৫৭ টাকা কেজি দরে বিক্রি হলেও, বর্তমানে দাম ৫১-৫৩ টাকা কেজি।

দেশে আলুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্থির হয়ে উঠেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ৫ সেপ্টেম্বর আলু আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর থেকে একাধিক আমদানিকারক হিলি দিয়ে আলু আমদানি শুরু করেন। প্রথম দিকে দুই-তিন ট্রাক আলু আসলেও পরবর্তীতে তা ১০ থেকে ২০ ট্রাকে পৌঁছায়।

বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড এবং কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে। হিলি বন্দর থেকে আলু কিনতে আসা পাইকাররা জানান, কয়েকদিন আগে আলুর দাম ছিল ৪৮ টাকা কেজি, যা ধীরে ধীরে ৫৭ টাকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বৃহস্পতিবার একসঙ্গে এত বেশি আলু আসায় দাম কমে গেছে, এতে পাইকারদের জন্য কেনাকাটা সহজ হচ্ছে এবং তাদের ব্যবসার খরচও কমছে।

আলু আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত থাকবে। তবে, ভারতেই আলুর দাম বেশি হওয়ায় তাদের জন্য চাহিদা অনুযায়ী আমদানি করা কিছুটা কঠিন হচ্ছে।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আলু আমদানি ও ছাড়ের পরিমাণ বেড়েছে, এবং গত বৃহস্পতিবার একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৮ টন আলু দেশে প্রবেশ করেছে, যা হিলি বন্দরটির জন্য একটি নতুন মাইলফলক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: