facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

হুন্দাই গাড়ি কিনতে তিন দিনে মিলবে ঋণ


১৩ জুন ২০২৩ মঙ্গলবার, ১১:২৬  এএম

শেয়ার বিজনেস24.কম


হুন্দাই গাড়ি কিনতে তিন দিনে মিলবে ঋণ

হুন্দাই গাড়ি কেনার জন্য ঋণ আবেদনকারীরা পাবেন সর্বোচ্চ অগ্রাধিকার। যথাযথ কাগজপত্রসহ আবেদনের তিন দিনের মধ্যেই পাওয়া যাবে ঋণ। হুন্দাই ফেয়ার টেকনোলজির সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

সোমবার (১২ জুন) রাজধানীর তেজগাঁ লিংক রোডে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। হুন্দাই গাড়ি কেনার জন্য ব্যাংকগুলো গ্রাহকদের সর্বোচ্চ ৪০ লাখ বা ক্রয়মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিন দিনের মধ্যে এ ঋণ অনুমোদন দেওয়া হবে। নির্দিষ্ট ব্যাংকগুলোর হুন্দাই রিলেশনশিপ ম্যানেজারের সহযোগিতায় এ সুবিধা পাবেন ক্রেতারা।

ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি জাহিদুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ইভিপি, হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকিন ইব্রাহিম, ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড ল্যান্ডিং মোহাম্মদ মনিরুল ইসলাম, মিউচ্যুয়াল ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল নিউ বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন তাহসিন শাহিদ, স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তামিম মারজান হুদা, ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব অটো লোন মোহাম্মদ জালাল মিঞা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হেড অব রিটেইল প্রোডাক্ট সাব্বির আহমেদ এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড বিজনেস হেড অরিন্দম চক্রবর্তী।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ গাড়ি অটো ফাইনান্সের মাধ্যমে বিক্রি হয়ে থাকে জানিয়ে জাহিদুল কবির বলেন, বাংলাদেশে হুন্দাই গাড়ি গ্রাহকদের জন্য এ সুবিধা নিশ্চিত করেছে ফেয়ার গ্রুপ। ফলে ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ন্যূনতম ডাউন পেমেন্টে হুন্দাই গ্রাহকদের সহজ সুদে ঋণ দেবে। তারা খুব সহজে দ্রুত কিনতে পারবেন পছন্দের হুন্দাই গাড়ি।

ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার টেকনোলজির সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইবিএল তার ফ্লিট ফাইন্যান্স স্কিমের আওতায় ১০টি বা তার কম সংখ্যক হুন্দাই গাড়ি কিনতে যেকোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। আর হুন্দাই গাড়ি কেনার জন্য যেকোনো অঙ্কের ঋণ দেবে এসএফআইএল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: