facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

হুয়াওয়ের নতুন স্মার্টফোন আসছে


২৮ নভেম্বর ২০১৬ সোমবার, ০৭:১৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


হুয়াওয়ের নতুন স্মার্টফোন আসছে

হুয়াওয়ে জিআর ফাইভ ২০১৭দেশের বাজারে জিআর ফাইভ স্মার্টফোনের ২০১৭ সংস্করণটি বাজারে আনছে হুয়াওয়ে। হুয়াওয়ে বলছে, এটি তাদের ফ্ল্যাগশিপ ফোন। স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর ক্যামেরা। জিআর ফাইভ স্মার্টফোনটির পেছনের দিকে দুটি ক্যামেরা লেন্স আছে। একটি ১২ ও অপরটি ২ মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য ফোনটির সামনে আছে প্যানারোমিক ফিচারযুক্ত আট মেগাপিক্সেলের ক্যামেরা। পেশাদার আলোকচিত্রীরা স্মার্টফোনটিতে প্রো ফটো মোড ও কম আলোতে ভালোমানের ছবি তোলার সুবিধা পাবেন।

স্মার্টফোনটিতে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে আছে, যা হাই ডেফিনেশন মানের ভিডিও দেখাতে পারে। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর, তিন জিবি র‍্যাম। দুই সিমের ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর ব্যাটারি ৩ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ারের।
বাংলাদেশের বাজারে নতুন এ ফোনটির এখনো দাম ঘোষণা করেনি হুয়াওয়ে কর্তৃপক্ষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ