facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

হোটেলের ৭টি জিনিস সবচেয়ে নোংরা


২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ১১:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


হোটেলের ৭টি জিনিস সবচেয়ে নোংরা

ভ্রমণেই হোক বা কাজে, নতুন কোথাও যাওয়ার আগে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারি। ভালো হোটেলের খোঁজ নিই, রিভিউ পড়ি। একটু নামীদামি হোটেলে রুম বুকিং দিয়ে কেউ কেউ তৃপ্তির ঢেকুরও তুলি। তবে এতেই কি সব নিরাপদ হয়ে যায়?

সাধারণত বেশির ভাগ হোটেল কর্তৃপক্ষ দাবি করে, পরিষ্কার-পরিচ্ছন্নতার সব নিয়ম মেনে চলার ব্যাপারে তারা কঠোর। কিন্তু প্রতিনিয়ত এসব নিয়মের বাস্তবায়ন হয় কি না, সেটা একটা বড় প্রশ্ন। ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ডা. জেনিফার স্ট্যাগ বলেন, ‘আপনি ভাবতে পারেন, বেশি খরচ করে দামি হোটেলে গেলেই সবচেয়ে পরিচ্ছন্ন রুম পাবেন। তবে অনুসন্ধানী প্রতিবেদকদের তথ্য কিন্তু সব সময় তা বলছে না।’

সে ক্ষেত্রে ভ্রমণকারীদের আদতে কতটা সচেতন হওয়া উচিত? যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন মেথডিস্ট হাসপাতালের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের মেডিকেল পরিচালক ডা. এস ওয়েসলি লং বলেন, ‘যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক দুর্বল, তাঁদের সতর্ক হওয়ার প্রয়োজন বেশি।’ তবে বাকিদেরও সাবধানতা অবলম্বন করা উচিত। কেউই তো ঘুরতে গিয়ে অসুস্থ হতে চান না।

রুম সম্পূর্ণ জীবাণুমুক্ত কি না, তা নিশ্চিত করা কঠিন। তাই ঘন ঘন হাত ধোয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাবার খাওয়ার আগে। এ ছাড়া আরও কিছু সতর্কতা অবলম্বন করতে পারলে অনেক রোগজীবাণু থেকে নিরাপদ থাকা সম্ভব।

কাচের পাত্র

গ্লাসের জীবাণু পরিষ্কারে অনেক সময় কম নজর দেন কর্মীরা।
গ্লাসের জীবাণু পরিষ্কারে অনেক সময় কম নজর দেন কর্মীরা।ছবি: পেক্সেলস

পরিচ্ছন্নতার হরেক রকম নিয়ম থাকা সত্ত্বেও রুমের কাচের গ্লাস বা মিনিবারের পাত্রে জীবাণু থাকতে পারে। এসব গ্লাস সঠিকভাবে ধোয়া হয়েছে কি না, এটা নিশ্চিত করে বলারও সুযোগ নেই। ডা. লং বলেন, ‘সাধারণত বারবার ব্যবহারযোগ্য গ্লাসে পানি না খাওয়ার চেষ্টা করি। কারণ, আগের অনেক অতিথি এই কাচের পাত্র স্পর্শ বা ব্যবহার করেছে।’ কিছু হোটেলের কর্মীরা সব পাত্র ঠিকভাবে পরিষ্কারও করেন না। তাঁদের যদি মনে হয়, অতিথি এটা ব্যবহার করেনি, তখন শুধু পানি দিয়ে পরিষ্কার করে। জীবাণু পরিষ্কারে এটি যথেষ্ট না-ও হতে পারে। তাই নিরাপদ থাকতে ওয়ানটাইম কাপ দেওয়ার অনুরোধ করতে পারেন। সহজে ব্যাগে বহন করা যায়, এ রকম গ্লাস বা কাপ নিজের সঙ্গেও রাখতে পারেন।

বাথরুম ও ট্যাপ

জীবাণুর সবচেয়ে বড় আখড়া হতে পারে ট্যাপ বা ঝরনার হাতল।
জীবাণুর সবচেয়ে বড় আখড়া হতে পারে ট্যাপ বা ঝরনার হাতল।ছবি: পেক্সেলস

সঠিক উপায়ে হোটেলের মেঝে পরিষ্কার করা না হলে, বিশেষ করে বাথরুমের মেঝেতে জীবাণু লুকিয়ে থাকে। তবে জীবাণুর সবচেয়ে বড় আখড়া হতে পারে ট্যাপ বা ঝরনার হাতল। ডা. স্ট্যাগ মনে করেন, ‘অনেক সময় টয়লেট পরিষ্কারে ব্যবহৃত কাপড় দিয়েই ট্যাপ বা ট্যাপের আশপাশের অংশ পরিষ্কার করা হয়। ফলে টয়লেটের জীবাণু ট্যাপ বা অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।’

ফলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সংক্রমণসহ নানা ধরনের ভাইরাস ছড়াতে পারে। ওই একই কাপড় বিভিন্ন রুমেও ব্যবহার হতে পারে। ডা. লংয়ের পরামর্শ, নিজের টুথব্রাশ বা রেজরের মতো ব্যক্তিগত ব্যবহারের জিনিসগুলো বাথরুমের কোনো অংশে না রাখাই ভালো। এর চেয়ে বরং বাসা থেকে আনা ব্যাগে সংরক্ষণ করা যেতে পারে।

বেড়াতে গিয়ে ফুড পয়জনিং হলে কী করবেন
 

রিমোট কন্ট্রোল

হোটেলে থাকা টিভি অথবা এসির রিমোটেও অনেক জীবাণু থাকে
হোটেলে থাকা টিভি অথবা এসির রিমোটেও অনেক জীবাণু থাকেছবি: পেক্সেলস

হোটেলে বেশি স্পর্শ হওয়া বস্তুর মধ্যে রিমোট কন্ট্রোল অন্যতম। অনেক হোটেলের দাবি, টিভির রিমোট কন্ট্রোল যথাযথভাবে পরিষ্কার করা হয়। তবে এই দাবি নিয়ে প্রশ্নের অবকাশ থেকেই যায়। কোভিড-পরবর্তী সময়ে অবশ্য অনেক হোটেলের রিমোট কন্ট্রোল প্লাস্টিকের কভার দিয়ে মোড়ানো থাকে। এতে জীবাণুমুক্ত করা সহজ হয়। তবে ডা. লং বলেন, প্রতিবার রিমোট কন্ট্রোল ব্যবহারের পর হাত ধুয়ে ফেলা উচিত। রিমোট কন্ট্রোল প্লাস্টিকে মোড়ানো না থাকলে নিজে উদ্যোগী হয়ে প্লাস্টিক বা পলিথিনের ব্যাগের ভেতর রেখে ব্যবহার করতে পারেন।

টেবিল

হোটেলে টেবিল ব্যবহারের আগে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেওয়াই উত্তম
হোটেলে টেবিল ব্যবহারের আগে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেওয়াই উত্তমছবি: পেক্সেলস

হোটেলের টেবিলগুলো সব সময়ই ব্যবহৃত হয়। কেউ খাবার রাখে, কেউ ল্যাপটপে কাজ করে, কেউ আবার টেবিলের ওপর রাখে অপরিষ্কার কাপড়চোপড়। তাই বলাই যায়, টেবিলে জীবাণু থাকার আশঙ্কা অনেক বেশি। এ জন্য টেবিল ব্যবহারের আগে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেওয়াই উত্তম। এতে আপনার ল্যাপটপ, কাগজ বা খাবারে জীবাণু ছড়াবে না।

 
দীপিকাদের এই বিলাসবহুল হোটেলে থাকার খরচ কত?

টেলিফোন

বিপজ্জনক ব্যাকটেরিয়া টেলিফোনে লেগে থাকতে পারে
বিপজ্জনক ব্যাকটেরিয়া টেলিফোনে লেগে থাকতে পারেছবি: পেক্সেলস

হোটেলে কোনো কিছু প্রয়োজন হলেই আমরা চট করে রুমের টেলিফোন হাতে নিই। পরেরবার এটা করার আগে একটু সাবধান থাকবেন। কারণ, এটি শুধু হাত দিয়ে স্পর্শই নয়, মুখের কাছে এনে কথা বলতে হয়। এ কারণে এমআরএসএ-এর (মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস) মতো বিপজ্জনক ব্যাকটেরিয়া টেলিফোনে লেগে থাকতে পারে। এটি ত্বকের মারাত্মক সংক্রমণ ঘটাতে সক্ষম। থাকতে পারে ই কোলাইসহ শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর অনেক ভাইরাস। তাই কথা যদি বলতেই হয়, লাউড স্পিকারে বলা ভালো

কফি মেকার

কফি মেকার ছত্রাক ও শ্বাসতন্ত্রের ভাইরাসের আবাসস্থল হতে পারে
কফি মেকার ছত্রাক ও শ্বাসতন্ত্রের ভাইরাসের আবাসস্থল হতে পারেছবি: পেক্সেলস

এক গবেষণায় মাত্র এক বছর ব্যবহারেই কফি মেশিনের ভেতরে ব্যাকটেরিয়ার উপস্থিতির প্রমাণ মিলেছে। ডা. স্ট্যাগও মনে করেন, ‘কফি মেকার ছত্রাক ও শ্বাসতন্ত্রের ভাইরাসের আবাসস্থল হতে পারে।’ তাই আপনার হোটেল রুমে কফি মেকার থাকলে, তা এড়িয়ে চলাই ভালো। আপনি বরং হোটেলের লবিতে গিয়ে কফির স্বাদ নিতে পারেন। যদি রুম থেকে একেবারেই বের হতে না চান, তাহলে মেশিনে একবার ব্যবহারযোগ্য পড ব্যবহার করা যায় কি না, দেখুন। সে ক্ষেত্রেও ওয়ানটাইম কাপ ব্যবহার করুন। যদি বুঝতে পারেন, আপনার রুমের কফি মেশিনটি বেশ পুরোনো বা জীবাণু থাকতে পারে, তাহলে নতুন মেশিনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারেন।

বিছানা ও বালিশ

যদি বিছানার কোনো অংশকে একটুও নোংরা মনে হয়, তাহলে তৎক্ষণাৎ নতুন চাদরের জন্য অনুরোধ করুন
যদি বিছানার কোনো অংশকে একটুও নোংরা মনে হয়, তাহলে তৎক্ষণাৎ নতুন চাদরের জন্য অনুরোধ করুনছবি: পেক্সেলস

ক্লান্ত হয়ে হোটেলে গিয়েই শরীরটা বিছানায় এলিয়ে দিতে মন চায়। একটু থামুন। চারদিকে চোখ বোলান। যদি বিছানার কোনো অংশকে একটুও নোংরা মনে হয়, তাহলে তৎক্ষণাৎ নতুন চাদরের জন্য অনুরোধ করুন। ডা. স্ট্যাগ এক ভয়ংকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘হোটেলের অপরিষ্কার বিছানার চাদর, কম্বল ও বালিশের কাভারে যৌনরোগের জীবাণুও থাকতে পারে।’ হোটেল রুমে ঢুকেই কর্মীকে ডেকে অতিরিক্ত বালিশের কাভার আনতে বলুন। যেন নিজেই পরিষ্কার কাভারটি বেছে নিতে পারেন। এ ছাড়া ঘর সাজানোর জন্য কিছু বালিশ রাখা হয়। এসব ব্যবহার না করাই ভালো। কারণ, এসব পরিষ্কার করা হয় কদাচিৎ।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

ভ্রমণ -এর সর্বশেষ