facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

হোন্ডা এসপি ১২৫ এলো স্পোর্টস এডিশনে


২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার, ০১:২২  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


হোন্ডা এসপি ১২৫ এলো স্পোর্টস এডিশনে

হোন্ডার জনপ্রিয় কমিউটার বাইক এসপি ১২৫ এলো স্পোর্টস এডিশনে। সম্প্রতি ভারতসহ দক্ষিণ এশিয়ায় এই মডেল উন্মুক্ত করেছে হোন্ডা। হোন্ডা এসপি ১২৫ এর স্পেশাল এডিশনের স্বীকৃত মাইলেজ প্রতি লিটার পেট্রোলে ৬৫ কিলোমিটার।

নিত্য যাতায়াতের ক্ষেত্রে বাইকারদের কাছে একটি পরিচিত নাম হোন্ডা এসপি। সেই বাইকের নতুন এডিশন লঞ্চ করল হোন্ডা। নতুন এডিশনের দাম বাড়ল এক হাজার। এই বাইকে মূলত গ্রাফিক্স এবং সামগ্রিক ডিজাইনের দিকে নজর দিয়েছে সংস্থাটি। সীমিত সংখ্যাতেই পাওয়া যাবে এই মোটরসাইকেল।

হোন্ডা এসপি ১২৫ স্পোর্টস এডিশনে বদলেছে বাইকের ডিজাইন। বডিজুড়ে নতুন বোল্ডার গ্রাফিক্স সঙ্গে ম্যাট ফিনিশ এক্সহস্ট মাফলার। যেখানে আগে ছিল ক্রোম ফিনিশ মাফলার। এই বাইক নতুন দুটি কালারে লঞ্চ করেছে হন্ডা - ডিসেন্ট ব্লু মেটালিক এবং হেভি গ্রে মেটালিক।

নতুন হোন্ডা এসপি ১২৫ স্পোর্টস এডিশনের দাম ভারতে ৯০ হাজার ৫৬৭ রুপি।

বাইকে মেকানিক্যালি সেই ভাবে কিছু পরিবর্তন করেনি হোন্ডা। থাকছে সেই একই ১২৩.৯৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১০.৭ হর্সপাওয়ার এবং ১০.৯ এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স।

এই ইঞ্জিন বিএস৬ ওবিডি২ কমপ্লায়েন্ট। বাইকে রয়েছে একটি ১৮ ইঞ্চি অ্যালয় হুইল যা চেসিসের সঙ্গে টেলিস্কপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশনের সংযোগ রাখতে সাহায্য করে।

বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকের সামনে চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছন চাকায় ড্রাম ব্রেক। আবার শুধু ড্রাম ভেরিয়েন্টও নিতে পারেন যেখানে দুই চাকাতেই ড্রাম ব্রেক পাবেন। বাইকজুড়ে মিলবে এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: