০৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার, ১০:১৩ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসছে নতুন ফিচার। এতদিন ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা হোয়াটসঅ্যাপ ওয়েবে ছিল না। এবার ওয়েবে এ ফিচার যুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ফিচার নিয়ে কাজ চলছে, এটি এখনো রয়েছে ডেভেলপমেন্টের পর্যায়ে। ফলে, কবে নাগাদ হোয়াটসঅ্যাপ ওয়েবে ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস করতে পারবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েবে ব্যক্তিগত চ্যাটগুলো লক করে রাখা যাবে।
ওয়েবেটাইনফোর এক রিপোর্টে বলা হয়, হোয়াটসঅ্যাপ (বিটা) সংস্করণ ২.২৪০৩.৩.০-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামে নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলোকে স্টিকারে রূপান্তরিত করতে সাহায্য করে।
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যারা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত উইন্ডোজ আপডেটের জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য আপডেটটি আগামী দিনে মাইক্রোসফট স্টোরে চালু করা হবে।
এই ফিচার সরাসরি উইন্ডোজ অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।