২৩ এপ্রিল ২০২৩ রবিবার, ০১:০৫ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ব্যবহারকারীদের জন্য কিছু দিন পর পর নতুন ফিচার আনে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি নতুন ২টি ফিচার চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটি। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে খুব জনপ্রিয় সবচেয়ে যোগাযোগ মাধ্যম। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
এবার নতুন দুটি সুবিধার মধ্যে একটি হলো, ভ্যানিশ হয়ে যাওয়া মেসেজও সংরক্ষণ করা যাবে। আর আরেকটি হলো, হোয়াটস্যাপের স্ট্যাটাসে দেয়া ছবি বা ভিডিও শেয়ার করা যাবে। মেটার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘কিপ ইন চ্যাট’ নামের এক নতুন ফাংশন চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কোনো মেসেজ অদৃশ্য হয়ে যাওয়ার আগেই তা সংরক্ষণ করে রাখা যাবে। তবে শুধু প্রেরকের সম্মতিতেই এটি করা যাবে। নতুন এই ফিচারের নাম দেয়া হয়েছে ‘সেন্ডার সুপারপাওয়ার’।
এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, ‘ডিসাপিয়ারিং মেসেজের থ্রেডে কোনো মেসেজ সেভ করা যাবে। এজন্য সেটি ট্যাপ করে হোল্ড করে রাখা যেতে পারে। সেটি সেভ করা হলেই মেসেজ প্রেরককে সেই বিষয়ে অবহিত করা হবে। এর ফলে মেসেজ ডিসাপিয়ার না হয়ে সেটি থেকে যাবে কিনা, তাই নিয়ে প্রেরক সিদ্ধান্ত নিতে পারেন।’
এ ছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি আপডেট প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্য়মে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করা যাবে। এজন্য ব্যবহারকারীকে অ্যাপ ছেড়ে বের হতে হবে না। মেটার আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার এতদিন ছিল। এবার তা চালু হলো হোয়াটসঅ্যাপেও।
এজন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করে বাঁ দিকে সোয়াইপ করতে হবে বা স্ট্যাটাস ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নীচে ক্যামেরা আইকনে ক্লিক করে একটি ছবি বা ভিডিও সিলেক্ট করতে হবে। ছবি বা ভিডিওটি আপডেট হয়ে গেলে স্ক্রিনের ওপরের ডানদিকে কোণায় অবস্থিত তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
এরপরে সেখানে ‘শেয়ার টু ফেসবুক’ অপশনে ক্লিক করতে হবে। যদি ফোনে ফেসবুক লগ ইন না থাকে, সেক্ষেত্রে লগ ইন করতে বলা হবে। আর তা করার পরেই আপনি শেয়ার করতে পারবেন। তবে এখানেই কাজ শেষ না। ছবি-ভিডিওটি শেয়ার করার সময় সেখানে নতুন করে ক্যাপশনও অ্যাড করা যাবে। এমনকি কাকে সেই ছবি দেখাতে চান, আর কাকে দেখাতে চান না তাও ঠিক করতে পারবেন। পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি অপশনের মধ্য়ে যেকোনো একটি বেছে নেয়ার সুযোগ রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।