০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:১৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ব্রিটিশ রাজপরিবারের আলোচিত দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ঘিরে নতুন এক খবরে সরগরম গণমাধ্যম। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জানা গেল, মেগানকে রক্ষা করতে বড় আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত হ্যারি!
রিডার অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি আমেরিকান ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার-এ প্রকাশিত একটি প্রবন্ধ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রিন্স হ্যারি। সূত্রের দাবি, তিনি এখন আইনি ব্যবস্থার কথা ভাবছেন এবং ওই প্রকাশনার বিরুদ্ধে মামলা করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ভ্যানিটি ফেয়ার-এ প্রকাশিত প্রবন্ধটি নিয়ে হ্যারির আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তিনি। ওই প্রতিবেদনে মেগানকে `বিশ্বের সবচেয়ে বেশি অধিকার চর্চাকারী ও প্রতারক মানুষ` হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজদম্পতিকে ক্ষুব্ধ করেছে।
একটি সূত্র জানিয়েছে, ‘এই প্রবন্ধটি একাধিকভাবে বিপজ্জনক। এতে মেগানকে সম্পূর্ণ হীনভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে বেইমানি অনুভব করানো হয়েছে। হ্যারিও এতে গভীরভাবে আহত হয়েছেন। এটি তাদের খ্যাতির ওপর এক ধরনের নিরন্তর আক্রমণ।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হ্যারি তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, তারা কী ধরনের আইনি পদক্ষেপ নিতে পারেন এবং ক্ষতিপূরণ দাবি করতে পারবেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
এদিকে, দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি ও মেগান তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে নতুন বছরে একসঙ্গে বেশি সময় কাটানোর পরিকল্পনা করেছেন। দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে সচেষ্ট এবং বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: জিও নিউজ
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।