facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ


০৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার, ০৪:৩০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এসব ব্যাগ ব্যবহার করা যাবে না। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও দেওয়া যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ রাখা যাবে। রিজওয়ানা হাসান বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ইএসডিও’র সঙ্গে মিলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি, পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ